Training on Crochet for Women | কুশি-কাটা বিষয়ক প্রশিক্ষণ

Training on Crochet for Women |  কুশি-কাটা বিষয়ক প্রশিক্ষণ

আজ বিকালে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে ফেয়ার, কারুযোগ ও মিজান হ্যান্ডি ক্রাফটস্ এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপি কুশি-কাটা বিষয়ক প্রশিক্ষণ এর উদ্ভোধন করা হয়। প্রতি ব্যাচে ৫০ জন করে দুটি ব্যাচে মোট ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। হরিশংকরপুর উত্তর লাহিনী প্রাইমারি স্কুলে আয়োজিত ছয়দিন ব্যাপী আয়োজিত দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মো: আনিছুর রহমান (আনিছ)। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান এবং মিজান হ্যান্ডি ক্রাফটস্, খুলনা এর সত্বাধিকারী মিজানুর রহমান। বক্তরা বলেন, একজন নারী  সাংসারিক কাজ করার পর বাকী সময়গুলো অযথা নষ্ট না করে হস্তপণ্য তৈরি করে যা আয় করবে তা দিয়ে স্বাধীনভাবে নিজের ও ছেলেমেয়ের প্রয়োজন মেটানো পারে। এতে করে একদিকে যেমন সংসারের উন্নতি হবে অন্যদিকে অর্থনৈতিকভাবে একজন নারীর ক্ষমতায়নও হবে। বক্তরা আরো বলেন, মনযোগ এবং কাজের প্রতি আন্তরিক হলে ভালো মানের পণ্য তৈরি করা সম্ভব।

 

এর আগে সকালে মোল্লাতেঘরিয়া বাঁধপাড়ায় প্রথম ব্যাচের উদ্বোধন করেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন মিজান হ্যান্ডি ক্রাফটস, খুলনা এর সত্বাধিকারী মিজানুর রহমান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কাজ প্রদান করা হবে যা সারা বছর ধরে অব্যাহত থাকবে। প্রশিক্ষণে সহায়তা করেন কমিউনিটি লিডার সাদিয়া ও ফেয়ার এর সুপারভাইজার রাসেদা খাতুন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবিনা খাতুন সাবানা ও পিংকি মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *