Dalit Chot Puja || বাংলাদেশে হরিজনদের ছট উৎসবে মেতেছিলো কুষ্টিয়া

Dalit Chot Puja || বাংলাদেশে হরিজনদের ছট উৎসবে মেতেছিলো কুষ্টিয়া

UK Bangali

২ ডিসেম্বর ২০০৮

Dalit Chot Puja: হরিজন একটি অবহেলিত ও অধিকার বঞ্চিত সম্প্রদায়বাংলাদেশের প্রেক্ষাপটে শহর-বন্দর কিংবা গ্রাম-গঞ্জে যারা পেশাগতভাবে আবর্জনা পরিষ্কার ও মলমূত্র নিষ্কাশনের কাজে নিয়োজিত, সে-সকল মেথর, ধাঙ্গড়, ভূঁইমালী বা ঝাড়ুদারকে হরিজন বলা হয়ে থাকে হরিজন অর্থ ঈশ্বরের একান্তজন হলেও তারা বিভিন্নভাবে অবহেলিত এবং সামাজিক মর্যাদা হতে বঞ্চিত নিজেদের ভাগ্যের উন্নয়ন, রোগ বালাই দূরীকরণ ও সন্তানদের মুসিবত দূরীকরণ-সহ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতি-বছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্ঠীতে ছট পূজা উদযাপন করে হরিজন সম্প্রদায় সূর্যোদয় এবং সূর্যাস্তর সময় নদীর পাড়ে সূর্য-দেবতার উদ্দেশ্যে মনের ইচ্ছা ব্যক্ত করেন হরিজনেরা এ-সম্প্রদায় বিশ্বাস করে সূর্য-দেবতা সন্তুষ্ট থাকলে মনের ইচ্ছা পূর্ণ হয়

Continue News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *