Discussion Meeting on the role of civil society in creating employment opportunities for Dalit students || দলিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা

‘‘কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে তবেই জীবনে উন্নতি সম্ভব’’ কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: মাসুদুল হাসান মালিক উপরোক্ত মন্তব্য করেন দলিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদেরSeminar on employment of Marginalized peoples কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায়। তিনি আরো বলেন, ‘‘ছোট থেকেই দিনে দিনে বড় হওয়া যায়, সামনে যা দেখা যাচ্ছে তা হয়তো ছোট কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় সম্ভাবনা’’।

ফেয়ার এর উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুব আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। তিনি তার বক্তব্যে ফেয়ার এর কর্মসূচিসহ এ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।fair Seminar on employment of Dalit people

অদ্য বিকালে সেতু কনফারেন্স রুমে এএফ মজিবুর রহমান ফাউন্ডেশন এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া কর্মসংস্থান ব্যাংক এর শাখা ব্যবস্থাপক জনাব মো: মেজবা উদ্দীন পলাশ এবং কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট জনাব এস এম কাদেরী শাকিল। আরো বক্তব্য রাখেন ফেয়ার এর সাধারণ সদস্য মো: জামিরুল ইসলাম, প্রশিক্ষক মো: আব্দুর রহমান সেন্টু ও পলাশ সেন, অনলাইন ফ্রিলান্সার হোসেন হিরো ও মো: ইমতিয়াজ জনি, শিক্ষর্থী রত্না রানী দাস, সৌরভ অধিকারি ও প্রশান্ত কুমার দাস।Seminar on employment of Dalit people

সার্বিক সহযোগিতায় ছিলেন ভিইডিএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, বেলাল হোসেন ও রীতা রানী বাশফোঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *