Donate

Event: দলিত জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদা নিরুপনে এফজিডি

Aug
26

বিভিন্ন কারণে দলিত সদস্যরা তাদের পেশা হতে ক্রমাগতভাবে অপসারিত হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও প্লাস্টিক সামগ্রীর প্রভাবের কারণে দলিত শ্রেণির উৎপাদিত পণ্যের (উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাঁশ-বেত ও মাটি দ্বারা উৎপাদিত গৃহস্থালি পণ্য) ন্যায্য মূল্য পায় না। ফলে পেশাচ্যুৎ হতে বাধ্য হচ্ছে তাদের ঐতিহ্যপূর্ণ পেশা হতে। তাই ফেয়ার বেকার ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদা নিরুপনে এফজিডি এর আয়োজন করা হয়েছে। এফজিডি পরিচালনা করবেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।