Donate

Event: সায়েন্স ক্লাব এর কার্যনির্বাহী পরিষদ সভা

Aug
24

দেশ এবং জাতি উন্নয়নে সুষ্ঠ ও সঠিক দিক নির্দেশনা, দক্ষ নেতৃত একান্ত প্রয়োজন। দক্ষ নেতৃত্ব এবং সুষ্ঠ দিক নির্দেশক গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীর মধ্যে থেকে ১১ সদস্য বিশিষ্ট্য একটি কার্যকরী কমিটির গঠন করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার ৩০টি বিদ্যালয়ে সায়েন্স ক্লাব গঠন করা হয়েছে যা বিজ্ঞান চর্চার জন্য গঠিত একটি সংগঠন। এই কার্যকরী কমিটির সদস্যদের নেতৃত¦ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে যাতে কমিটির সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হয়। এবং তারা বিদ্যালয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে, অন্যদেরকে বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করবে, বিভিন্ন সমস্যা চিহ্নিত করবে, সমাধানের চেষ্টা করবে এবং বিজ্ঞানের আলোকে যুক্তিযুক্তভাবে প্রদর্শন করবে সেই সাথে বিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক আনুষ্ঠানের আয়োজন করবে।

এরই ধারাবাহিকতায় আগামী ২৪ আগষ্ট হতে ১০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকরী সদস্যদের নিয়ে পর্যায়ক্রমে ফেয়ার এর বাস্তবায়নে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতায় সায়েন্স ক্লাব এর উদ্যোগে কার্যনির্বাহী পরিষদ সভা আয়োজন করার উদ্যোগ নিয়েছে।