Blankets Distribution to Poor Prople | শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Blankets Distribution to Poor Prople | শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
blanket distribution quotes

একে করোনা ভাইরাস তার উপর বাড়ছে শীত এ যেন এক মরার উপর খাঁড়ার ঘা। শীতে কাঁপছে দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছে সারা দেশের মানুষ। অসহায় মানুষ বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তির শেষ নেই। মানুষ মানুষেরই জন্য- এই উপলব্ধি থেকে দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া ও ফেয়ার এর উদ্যোগের সাথে হাত বাড়িয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন XESAK.IU, শিক্ষা সভা ঢাকা, ফেয়ার এর সম্মানিত সদস্যবৃন্দ ও বেশকিছু শুভার্থী।

দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া ও ফেয়ার এর উদ্যোগে তৃতীয় পর্যায়ে আজ ৩১ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় আলামপুর দাসপাড়ার দলিত জনগোষ্ঠী ও মোল্লাতেঘরিয়া জিকে খালের ধারে ও আমলাপাড়ায় বসবাসরত ও কুমারখালি আদিবাসী জনগোষ্ঠীর দরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে ৯৩ টি কম্বল বিতরণ করা হয়। 

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন XESAK.IU এর সভাপতি কার্তিক বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: আশরাফুল হক বাবুল ও সদস্য আবদুর রব, ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, ফেয়ার এর সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, কর্মকর্তা কৌশিক আহমেদ শাওন, রাসেদা খাতুন ও রবিন কুমার দাস। উল্লেখ্য যে, গত ২৩ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া ও ফেয়ার এর উদ্যোগে কুষ্টিয়ার সদর উপজেলার দূর্বাচারা গ্রামের দাস পাড়ায়, কুমারখালি হরিজন ও দাসপাড়াসহ চরথানাপড়ায় শীতার্ত মানুষের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *