Successful story of a poor Youth || সফলতার গল্প মিজান

Successful story of a poor Youth || সফলতার গল্প মিজান

মিজান, একজন গরিব বর্গা চাষীর সন্তান। সে ফেয়ার থেকে টাইল্স্ ফিটিংস্ এর ওপর ছয় মাসের কোর্স সম্পন্ন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এখন সে প্রতিদিন গড়ে ৩৫০-৪০০ টাকা আয় করছে। সে এখন স্ব-নির্ভরশীল যুবক।

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের ছেলে মিজান। পিতা মো: মুক্তার হোসেন আর মা তিয়ারুন খাতুন। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়। তার বাবা একজন গরিব বর্গা চাষী। বড়ভাই দিনমজুরের কাজ করে। পরিবারের মধ্যে কেউই লেখাপড়া না করার কারণে তারও পড়ালেখা বেশিদুর এগুতে পাড়েনি। সে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে। তার বড় ভাই বিবাহ করার পরে সংসার থেকে আলাদা হয়ে যায়।

বাবার সামান্য আয়ে তাদের সংসার চলানো সম্ভব হয়ে উঠছিলো না । তাই সে পড়ালেখার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করতো কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ায় হাতে-কলমে কাজ শিখে কিছু করার কথা ভাবছিলো।

এরই মধ্যে সে জানতে পারে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় এবং ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিগরি শিক্ষা প্রকল্পে শিক্ষার্থী ভর্তি চলছে। সে বৃত্তিপাড়া বাজারে পরিচালিত টাইলস্ ফিটিং ট্রেডে ফেব্রুয়ারি-জুলাই ২০২০ সেশনে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়। সে হাতে-কলমে কাজ শিখে ছয় মাসের কোর্স সফলতার সাথে শেষ করে। সে স্থানীয় পর্যায়ে কাজ করছে। এখানে সে প্রতিদিন গড়ে ৪০০ টাকা আয় করে। সে এখন স্বাবলম্বী। পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে আনতে পেরে সে খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *