দলিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও গাড়ল বিতরণ কর্মসূচি

দলিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও গাড়ল বিতরণ কর্মসূচি

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের আলামপুর দাসপাড়া গ্রামে মোট ১১০ টি দলিত পরিবার বসবাস করে। এরা ঐতিহ্যগতভাবে জুতা-স্যান্ডেল ও বাঁশ-বেতের কাজের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে নানাপ্রকার পেশায় জড়িত থেকে জীবিকা নির্বাহ করে থাকে।

এই সকল সম্প্রদায়ের মানুষেরা পেশাগত ও ধর্মীয় কারণে ঘৃণা-বৈষম্যের শিকার। এসব পরিবারের কোন কৃষি ভূমি নেই। ভিটে বাড়ির ভূমির পরিমাণ গড়ে ৩.২ শতাংশ। প্রতিটি পরিবারের মাসিক গড় আয় প্রায় ৫০০০ টাকা। সকলেই দরিদ্র্য সীমার নিচে বসবাস করে। অধিকাংশ পরিবার উম্মুক্ত অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে।


ফেয়ার আলামপুর দাসপাড়ার ২১ টি দলিত পরিবারকে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ফেয়ার প্রথম পর্যায়ে ১৬ টি পায়খানা নির্মাণ কাজ বাস্তবায়ন করছে যা শেষ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য যে দ্বিতীয় পর্যায়ে বাকী ৫ টি পায়খানা ও ৫ টি দরিদ্র্য পরিবারকে ২ টি করে গাড়ল/ম্যাড়া প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *