Donate

Event: ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

Jun
16

মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলায় ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদকালে বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মাধ্যমে, বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি, বিজ্ঞানমনষ্ক প্রজন্ম সৃষ্টি এবং বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করার উদ্দেশ্যে পিএসই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের সমস্ত প্রকার কর্মকা- সাইন্স ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করা অন্যতম উদ্দেশ্য। ক্লাব সদস্যদের ক্লাব পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ আগামি ১৬, ১৭, ১৮ ও ১৯ জুন, ২০১৯ তারিখে যথাক্রমে মিলপাড়া গার্লস হাই স্কুল, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় এবং সাহিত্যিক মীর মশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়াতে প্রদান করা হবে। প্রতি প্রশিক্ষণে প্রতি স্কুল হতে ক্লাবের নির্বাহী পরিষদের ১১ জন ও উপদেষ্টা বিজ্ঞান শিক্ষকসহ তিনটি স্কুলের ৩৬ জন অংশগ্রহণ করবে।  ফেয়ার,  বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।