উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই || Inter School Science FAIR at Kushtia
ইসলামী বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেছেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার মানুষ গড়তে আমাদের দক্ষ প্রযুক্তি সম্পন্ন মানব সম্পদ গড়ে তুলতে হবে। তিনি বলেন, কুষ্টিয়ার একটি পরিসংখ্যানে দেখা যায় বিজ্ঞান পড়তে ছাত্র-ছাত্রীরা আগ্রহ হারাচ্ছে। যা আমাদের দুর্ভাগের বিষয়। ড. তোহা বলেন, আমি মনেকরি আজকের এই বিজ্ঞান মেলার গুরুত্ব অনেক। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং তারা বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে। এজন্য ফেয়ারকে জানাই ধন্যবাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে অবশ্যয় তোমরা প্রযুক্তির ব্যবহার করবে, তবে কোন অবস্থাতেই প্রযুক্তির অপব্যবহার করবেনা। তিনি বলেন, তোমরা বিজ্ঞান শিক্ষার পাশাপাশি মূল্যবোধের চর্চা করে জীবনবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই প্রত্যাশা করি।
কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফেয়ার এর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ২০২০ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. সেলিম তোহা এসব কথা বলেন। ফেয়ার’র চেয়ারম্যান সামসুন নাহার সিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. অনুপ কুমার নন্দী। ফাতেমাতুর জোহুরা সানভী’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হিউম্যান ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসনিম হাসান হাই, ফেয়ার এর প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম, মেলা আয়োজক কমিটির আহবায়ক ও চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরা নাসরিন, কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ এবং কুষ্টিয়া রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ আতাউর রহমান আতা। কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের ইলেকট্রন সায়েন্স ক্লাবের সদস্য নাফিজ আহমেদ এর উপস্থাপনায় এবং সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার নির্বাহী সদস্য অ্যাড. খন্দকার সামস তানিম মুক্তি, কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মন্জুরুল ইসলাম, লক্ষীপুর হাসানবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
এ মেলায় কুষ্টিয়া সদর উপজেলার ৩০টি স্কুলের বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ বিজ্ঞান ক্লাব, শ্রেষ্ঠ স্টল, বিজ্ঞান প্রজেক্ট, কুইজ ও দেয়াল পত্রিকা বিষয়ক মোট ৫ ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়ও সায়েন্স ক্লাব সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় সার্বিক ব্যবস্থাপনায় দায়ত্ব পালন করেন ফেয়ার এর পিএসসি প্রকল্পের সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প সমন্বয়কারী কেএম হারিসুল আলম, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা, কৌশিক আহমেদ শাওন, রুবায়েত হোসেন সাগর, জোস্না খাতুন, ফিন্যান্স কর্মকর্তা বেলাল আহমেদ প্রমুখ।