কম্পিউটার অ্যাপলিকেশন ও গ্রাফিক্স ডিজাইনের তৃতীয় ও চতুর্থ ব্যাচের উদ্ধোধনী
দলিত জনগোষ্ঠীর শিক্ষিত ছেলে-মেয়েরা শিক্ষা গ্রহণ করার পরও ঘৃণা-বৈষম্য, অনুকূল পরিবেশ ও দক্ষতার অভাবের কারণে যোগ্যতা অনুযায়ীমূলধারা পেশা/কর্মে প্রবেশ করতে পারেনা। ফলে শিক্ষিত হওয়ার পরেও তাদের শেষ পর্যন্ত বাপ-দাদার পেশা গ্রহণ করতে বাধ্য হয়। এমতাবস্থায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় ফেয়ার বাস্তবায়ন করছে দলিত শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা প্রকল্প।
গত কাল এই প্রকল্পের অধিনে কম্পিউটার অ্যাপলিকেশন ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের তৃতীয় ও চতুর্থ ব্যাচের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো: আসাদুর রহমান ও জিনাইদহ নূরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অজয় কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। তিনি তার স্বাগত বক্তব্যে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে অতিথি ও শিক্ষার্থীদের ধারনা দেন।
সম্মানিত অতিথি মো: আসাদুর রহমান বলেন ‘‘বর্তমান প্রেক্ষাপটে আইটি শিক্ষা গ্রহণের কোন বিকল্প নেই। আইটি শিক্ষা গ্রহণ করে নিজের কর্ম নিজেই সৃষ্টি করা সম্ভব, আর এ জন্য দরকার ধৈর্য্য ধারণ ও অধ্যাবশাই এর মাধ্যমে নিজেকে তৈরি করা’’।
সম্মানিত অতিথি অজয় কুমার বিশ্বাস বলেন, ‘‘বর্তমান চাকরির বাজারে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমান করে কর্মে প্রবেশ করা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ, তথ্য প্রযুক্তির যুগে যোগ্য ও দক্ষ লোক পাওয়াও বড় চ্যালেঞ্জ। কারণ অধিকাংশই এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে একটি সার্টিফিকেট পাওয়ার জন্য, শিখার জন্য নয়’’। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আরো বলেন, ‘‘সার্টিফিকেট পাওয়ার জন্য নয় বরং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই প্রশিক্ষণ গ্রহণ করো উচিত’’।
আরো বক্তব্য রাখেন কম্পিউটার প্রশিক্ষক জনাব পলাশ সেন। উল্লেখ্য যে, প্রতিব্যাচে ১০ জন করে ২০ জন শিক্ষার্থীকে ছয় মাস ব্যাপি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে।