দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর ‘‘স্প্রে অভিযান’’

আজ সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত কুষ্টিয়া শহরের থানামোড়ে চলমান রিক্সা, ভ্যান, অটো, সাইকেল, মটরসাইকেল, মাইক্রো, কার ইত্যাদি গণপরিবহণে করোনা ভাইরাস মুক্তকরণে পরিচালনা করা হয়।

 

এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে কোন যুবক স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন- ০১৭১২৬১৯১৭৬

((( আসুন আমরা সবাই সবার পাশে দাঁড়াই )))

সহায়তা পাঠাবেন যেভাবে: বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01923-970355 (প্রথমে বিকাশ থেকে ‘পেমেন্ট’ অপশন সিলেক্ট করে প্রদত্ত নাম্বারটি টাইপ করুন, তারপর কাউন্টার নাম্বার ১ দিন, টাকার এমাউন্ট টাইপ করে রেফারেন্সে আপনার নাম এবং মোবাইল নম্বর সংযুক্ত করুন।) অথবা: 01712-619176 (personal)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *