School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
অদ্য ২৮ জুলাই চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন ও কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর যথাক্রমে প্রোটন সায়েন্স ক্লাব ও স্টিভেন হকিং সায়েন্স ক্লাবের উদ্য্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন এর প্রোটন সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সামসে বাজেগা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠন করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আর তা বাস্তবে রুপ দিল ফেয়ার, এজন্য আমি ফেয়ারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’’ বিজ্ঞান মেলায় দশম শ্রেণীর শিক্ষার্থীরা হাওয়াই গাড়ি ও এয়ার কুলার প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা পানির চলাচল ও চিনির ঘনত্ব নির্ণয় করে দেখায়। ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা হ্যান্ড প্লেন প্রদর্শন করে উপস্থাপন করে।
পরবর্তী পর্যায়ে দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেয়ার এর উপদেষ্টা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুব আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠন করতে হলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে, এজন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান বলেন, ‘‘কারো মধ্যে বিজ্ঞান এর জ্ঞান থাকলে তাকে কোন কুসংস্কার ছুতে পারে না এবং গুজবে কান দেবে না। তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকো বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান অর্জনের উপদেশ দেন। আলোচনা শেষে স্কুলের প্রধানশিক্ষকসহ অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অন্যদিকে কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর স্টিভেন হকিং সায়েন্স ক্লাবের আয়োজিত বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: তারিক হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘বিজ্ঞান মেলার আয়োজন সময়ের দাবি কারণ বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জানতে চাওয়ার আগ্রহ বাড়বে।’’ এসময় মেলা চত্বর ঘুরে ঘুরে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় দশম শ্রেণীর শিক্ষার্থীরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে তড়িৎ বিশ্লেষণ ক্রিয়া প্রদর্শন করে দেখায়। বিজ্ঞান মেলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা পানির জায়গা দখলের পরীক্ষা প্রদর্শন করে দেখায়। এছাড়াও ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা পানিতে অক্সিজেনের পরীক্ষা ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা বলের জড়তা পরীক্ষা প্রদর্শন করে উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: তারিক হোসেন। মেলাতে ফেয়ার এর পক্ষ থেকে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।