ফেয়ার এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ (Plantation)
জলবায়ু পরিবর্তন জনিত কারণে পৃথিবী তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। শিল্প-কল-কারখানা সম্প্রসারণের কারণে বৃক্ষনিধন হচ্ছে, পানি-মাটি-জলবায়ু দূষিত হচ্ছে। এভাবে মনুষ্য কর্তৃক নানাবিধ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে পৃথিবীতে তার স্বাভাবিক গতি
-প্রকৃতির পরিবর্তন ঘটেছে। যার ফলে পৃথিবীতে দেখা দিচ্ছে নানাবিধ প্রাকৃতিক দূর্যোগ। প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচতে তথা পৃথিবীকে রক্ষার্থে মানব
জাতি গ্রহণ করেছে নানাবিধ উদ্যোগ। এর মধ্যে অন্যতম বৃক্ষরোপন।
ফেয়ার প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ তথা পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সামান্যতম হলেও অবদান রাখার জন্য প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় আজ দু’টটি স্কুলের ২০০০ শিক্ষার্থীদের মধ্যে ২০০০ টি বিভিন্ন প্রকারের বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনসার আলী, সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুর জাহান, সহকারী শিক্ষক গাজী আজিজুর রহমান ও মোছা: নারগিস পারভীন এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আদালত হো
সেন, ধর্মীয় শিক্ষক মো: আবু হেলাল, ক্রীড়া শিক্ষক মো: মাসুদুর রহমান ও সহকারী শিক্ষক স্মৃতি রানী স্ব: স্ব: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। উক্ত দু’টি স্কুল প্রঙ্গণে গাছের চারা রোপন করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ ফেয়ার এর প
রিচালক দেওয়ান আখতারুজ্জামান। বিনামূল্যে গাছের চারা প্রদান করে ফেয়ারকে সহায়তা করেছ বিএটিবি, কুষ্টিয়া রিজিওন। সার্বিক সহযোগীতা করেন ফেয়ার প্রকল্প কর্মকর্তা একেএম হারিসুল আলম জনি।