লিমনের স্বপ্ন সে স্কুলে যাবে, লেখাপড়া শিখে অনেক বড় হবে
কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ মেছপাড়া গ্রামে লিমন মল্লিকের বসবাস। তার বয়স ১৩ বছর। বাবা আরিফ মল্লিক আর মা লাকি খাতুন এর বড় সন্তান লিমন। লিমনরা দুই ভাই-বোন। লিমনের বাবা একজন ট্রাক হেলপার। লিমনের চিকিৎসার জন্য তার বাবা তার আয়ের প্রায় সবটুকু খরচ করেছেন। কিন্ত লিমনকে সুস্থ্য করতে পারেনি। বাবা-মা জানতো না লিমনের কোয়াডিপ্লেজিয়া সিলেবাল পালসি রোগে আক্রান্ত হয়েছে। লিমন হাটতে পারে না, মুখে লালা পড়ে, কথা বলতে গেলে বেধে যায়, হাত দিয়ে কিছু ধরতে পারে না, তার এলবো প্লান্টার হয় না। তার নিজের কাজ নিজে করতে পারে না। সাত মাস পূর্বে নিমনের জন্ম হয় এক কঠিন পরিস্থিতে। প্রসব ব্যথা শুরু হওয়ার ৪ দিন পর প্রাইভেট ক্লিনিকে লিমনের জন্ম হয়। জন্মের সময় নিমনের ওজন ছিলো মাত্র ১ কেজি ১০০ গ্রাম। তখন চোখ ফোটেনি তার। দুইদিন ICUÑ তে রাখা হয়। তার গায়ের রং কখনো লাল, কখনো হলুদ হয়ে যেতো। লিমনের বয়স যখন দুই বছর তখন বাবা-মা জানতে পারে লিমন বসতে পারে না, হাটতে পারে না, অন্যান্য শিশুর মতো খেলেনা। লিমন নিজে কোন কাজ করতে পারে না। তার মা সব কাজ করে দেয়। লিমনের স্বপ্ন সে স্কুলে যাবে। অন্যান্য শিশুদের মতো দৌঁড়াবে, খেলাধুলা করবে এবং লেখাপড়া শিখে অনেক বড় হবে।