সম্প্রীতি রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে
বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে যুব সমাজ ছিল অগ্রগামী। সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষের সহবসবাসের ঐতিহ্যপূর্ণ ইতিহাস রয়েছে। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মের অপব্যাখা দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে। হত্যা করা হচ্ছে বিপরিত বিশ্বাসের বা মতবাদের মানুষদের।
এ পরিস্থিতিতে দেশের সম্প্রীতি রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখতে পারে যুব সমাজ। তাই সম্প্রীতি রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং যুবরা যাতে ভূল পথে ধাবিত না হয় সেব্যাপারে নিজেদেরই সর্তক থাকতে হবে। উপরোক্ত বিষযগুলো ১ নভেম্বর বিকাল ৫:০০ টায় ফেযার কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন-২০১৮ উপলক্ষে ‘‘মানবতার জন্য
প্রচারাভিযান”কর্মসূচির আওতায় “সম্প্রীতিভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা” র্শীষক আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
ফেয়ার এর উপদেষ্টা সাহাবুব আলীর সভাপত্তিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: মাসুদুল হাসান মালিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব অধিদপ্তরের ডিপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা যুব কর্মকর্তা আতিকুল ইসলাম মনোয়ারা আজমত আলী কলেজ এর সহকারি অধ্যাপক মো: জামিরুল ইসলাম এবং অর্থসচিব আক্তারী সুলতানার । সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।