দলিত জনগোষ্ঠীর ৫৫ লাখ মানুষ বঞ্চিত নির্যাতিত
যুগান্তর
১৬ নভেম্বর ২০১৫
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নেতারা বলেছেন, বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দলিত জনগোষ্ঠীর প্রায় ৫৫ লাখ মানুষ প্রতিনিয়ত বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। দলিতরা ঝড়–দার, ক্লিনার ও সুইপার পদে ৮০ শতাংশ কোটা পাওয়ার কথা থাকলেও তা একেবারেই মানা হচ্ছে না। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মানবাধিকার প্রতিবেদন বাংলাদেশের দলিত জনগোষ্ঠী ২০১৩-২০১৪-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও ফেয়ার এ অনুষ্ঠানের আয়োজন করে।