Formation of the Science Club in The Dahakula Mohammad Shahi High School ||বিজ্ঞানের প্রতি অনিহা দূরীকরনে বিজ্ঞান ক্লাব টনিক হিসেবে কাজ করবে
‘‘বিজ্ঞানের প্রতি অনিহা দূরীকরনে বিজ্ঞান ক্লাব টনিক হিসেবে কাজ করবে।’’ দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠন প্রাক্কালে উপরোক্ত মন্তব্য করেন প্রধান শিক্ষক জনাব মো: রবিউল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কাছে প্রত্যাশা থাকবে এই বিজ্ঞান ক্লাবের স্থায়ীত্ব যেন হাজার বছর থাকে। এই বিজ্ঞান ক্লাবের সকল কার্যক্রম যেন সফল ভাবে বাস্তবায়ন হয় সেদিকে বিদ্যালয়ের সকল শিক্ষককে সচেষ্ট থেকে পরস্পরের সহযোগিতা করার মাধ্যমে বিজ্ঞান ক্লাবকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব মো: আনিসুর রহমান লিটন এর সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানার উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পক্ষ থেকে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ। তিনি বলেন, বিজ্ঞান চর্চা ও অনুশীলনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করা এবং বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করা এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি উদাহরণ দিয়ে বলেন, পূর্বে আমরা টেলিফোনে কথা বলতাম এখন বিজ্ঞানের বদৌলতে মোবাইল আমাদের হাতে হাতে যেকোন সময় পৃথিবীর যেকোন প্রান্তে যোগাযোগ করতে পারি। তিনি ফেয়ার এর বর্তমান এবং অতীতের কার্যক্রম সম্পর্কে বলেন এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধারণা প্রদান করেন।
দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ে ৪৯ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘ড. কুদরত-ই-খুদা সাইন্স ক্লাব’’ নির্ধারণ করেন। পরবর্তীতে প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামানের সহযোগিতায় এবং সকল সদস্যের উপস্থিতিতে একটি ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করেন। নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি মোছা: আফিয়া মাহমুদা মীম (৯ম শ্রেণি), সহ-সভাপতি মো: আজিজুল হাকিম (১০ম শ্রেণি) সাধারণ সম্পাদক রাইশা ছাদিয়া রিনি (৮ম শ্রেণি), সহসাধারন সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক (৭ম শ্রেণি), কোষাধ্যক্ষ মোছা: সুমাইয়া আক্তার শিমু (৯ম শ্রেণি), সাংগঠনিক সম্পাদকশাইখা লুব্বা সাধবী (৭ম শ্রেণি), সহসাংগঠনিক সম্পাদক মোছা: চাঁদনী খাতুন (৮ম শ্রেণি), প্রচার সম্পাদক মোছা: তহমিনা খাতুন (৮ম শ্রেণি), এবং কার্যকরি সদস্য হিসেবে মো: আজিম শেখ (৮ম শ্রেণি), মো: শাহারিয়া ইসলাম (৬ষ্ঠ শ্রেণি), মোছা: সাবরীন সুলতানা মীম (৬ষ্ঠ শ্রেণি)। নির্বাচন শেষে আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ।
বিজ্ঞান ক্লাব গঠনের কার্যকক্রমে আরও বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব খোন্দকার নজরুল ইসলাম তিনি বলেন, বর্তমান সময়ের দিকে দৃষ্টিপাত করলে অতীতের চেয়ে বর্তমানের শিক্ষার গুনগত মান বেড়েছে যা প্রযুক্তি এবং বিজ্ঞানের মাধ্যমে সম্ভব হয়েছে।উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বাংলা শিক্ষিকা নীলুফা ইয়াসমিন।
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এর পরিচালনায় দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো:রবিউল হক । এছাড়াও উপদেষ্টা মন্ডলী আরও তিনজন উপদেষ্টা হলেন বিজ্ঞান শিক্ষক জনাব খোন্দকার নজরুল ইসলাম, বিজ্ঞান শিক্ষিক মো: আনিসুর রহমান লিটন এবং বাংলা শিক্ষিকা নীলুফা ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব মো:আনিসুর রহমান লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান ক্লাব গঠন করার মূল উদ্দেশ্য তোমাদের জানার তীব্র আগ্রহ সৃষ্টি করা । তোমরা যাতে ভবিষতে ক্ষুদ্র ক্ষুদ্র গবেষক হতে পার সেই আশা রেখে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করছি।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প।