Formation of the Science Club in Baradi Girls High School and Modhupur Hodiran Nesa High School|| বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় এ বিজ্ঞান ক্লাব গঠন
বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় এ বিএফএফ এর সহযোগীতায় ফেয়ার কতৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীন বিজ্ঞান ক্লাব গঠন করা হয়।

General Committee of the Modhupur Hodiron Nesa High Schools Science Club
বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক জনাব মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ফেয়ার এর পিএসই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: আরিফুর রহমান বলেন, পরিশ্রম ছাড়া সফলতা আশা করা বোকামি।’’ বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন প্রধান শিক্ষক মো: আরিফুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা মোছা: মলিনা খাতুন, বিজ্ঞান শিক্ষক মো: আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক মো: ইব্রাহীম।
মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক জনাব তপন কুমার সাহা এর সভাপতিত্বে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক জনাব মো: হেলাল উদ্দিন বলেন, ‘‘শিক্ষার্থীদের মধ্যেই ডাক্তার, আবিষ্কারক ও গবেষক আছে। তাদের উন্নয়ন থেকে বিজ্ঞানের উন্নয়নই, আর এর মাধ্যমে বস্ত্রশিল্প ও চিকিৎসার উন্নয়ন সম্ভব।’’ বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন প্রধান শিক্ষক জনাব মো: হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক জনাব মো: গোলাম ফারুক, সহকারী শিক্ষিকা জনাবা আরিফা খাতুন এবং বিজ্ঞান শিক্ষক জনাব তপন কুমার সাহা।

Executive Committee with teachers and FAIRs Staff of the Modhupur Hodiron Nesa High Schools Science Club
বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘জুপিটার সাইন্স ক্লাব’’ নির্ধারণ করেন। পরবর্তীতে সকল সদস্য নির্বাচনের মাধ্যমে একটি ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করেন।
মধুপুর হোদিরন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘মার্কোনি সাইন্স ক্লাব’’ নির্ধারণ করেন। পরবর্তীতে সকল সদস্য নির্বাচনের মাধ্যমে একটি ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করেন।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প। বিজ্ঞান ক্লাব গঠন কার্যক্রম পরিচালনায় ছিলেন যথাক্রমে প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা।