School-Based Science Fair by FAIR in GK Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

অদ্য ২৭ আগস্ট জি কে মাধ্যমিক বিদ্যালয় এ জগদীশ সায়েন্স ক্লাবের উদ্যোগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।School-Based Science fair organized by FAIR in GK High School 11

জি কে মাধ্যমিক বিদ্যালয় এ জগদীশ সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের সভাপতি জনাব এস এম কাদেরী শাকিল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই বিদ্যালয় হতে বিজ্ঞান ভিত্তিক মেলার মাধ্যমে দিন কে দিন উন্নয়ন করা সম্ভব।’’ বিদ্যালয়ে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান  আখতারুজ্জামান এবং জি কে মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল মামুন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুল মামুন বলেন,‘‘বিজ্ঞানের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়তে ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান মেলা বিশেষ ভূমিকা রাখছে।” পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা উপস্থিত ছিলেন।School-Based Science fair organized by FAIR in GK High School 12

 

মেলায় শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ  ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।School-Based Science fair organized by FAIR in GK High School 8

বিজ্ঞান মেলায় লক্ষীপুর হাসানবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা ইউ›ডমিল প্রোজেক্ট, রিসাইকেল প্রক্রিয়ার আর্দশ বাড়ি, পানির আনবিক গঠনে পরমানুর মডেল, গ্রিন হাউজ প্রক্রিয়া, এ্যাকুওপনিক্স, বিনোদন পার্ক, অটো লাইট, এসিড বৃষ্টি, বায়ু দূষণ, আদর্শ বাড়ি নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *