দহকূলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ের II ২য় পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা
অদ্য ৭ নভেম্বর ২০২০ তারিখে দহকূলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ের ড. কুদরাত-ই-খুদা সায়েন্স ক্লাবের ২য় পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ রবিউল হক এসময় তিনি বলেন, “এই দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের জ্ঞান মেধা দুইয়ের চর্চা অব্যাহত রাখতে হবে। কারণ শিক্ষারমান বজায় রাখতে হলে শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞান অর্জন করতে হবে। আজকের এই বিজ্ঞান মেলা তারই অংশ বিশেষ, কারণ শিক্ষার্থীরা বিজ্ঞান বিভিন্ন প্রকল্প তৈরির মাধ্যমে তাদেও গবেষণা দ্বারা তাদের বিজ্ঞান চর্চা ধরে রেখেছে ফলে এসময়েও তাদের সৃজনশীলতা ও শিক্ষারমান বজায় থাকছে। এমন একটি মহৎ আয়োজনের জন্য ফেয়ার ও উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।” এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা শিক্ষক আনিসুর রহমান লিটন।
উক্ত মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রজেক্ট সাবমিট করে। সাবমিটকৃত প্রজেক্ট বিদ্যালয়ের শিক্ষকগণদের মাধ্যমে যাচাই বাছায় করে বিজয়ীরা হলো, প্রথম স্থান অবস্থান করেছে তারিক ইসলাম(৮ম), দ্বিতীয় স্থান অবস্থান করেছে সিহাব রানা(১০ম) তৃতীয় স্থান সিয়াম উদ্দিন(৮ম)। এছাড়াও কুইজের বিজয়ীরা হলো, সাধবী আক্তার(৮ম), তনিমা(৮ম), সিয়াম(৮ম), সিহাব(১০ম), ইয়ামিন(৯ম) ও তারিক(৯ম) ।
উল্লেখ্য প্রজেক্ট ও কুইজের বিজয়ীদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়