ফেয়ার ও কারুযোগ এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “টেকসই আগামির জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশসহ সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। তারি ধারাবাহিকতায় অদ্য ০৮ই মার্চ, ২০২২ তারিখে ফেয়ার ও কারুযোগ এর আয়োজনে আফসার উদ্দিন গার্লস্ ফাজিল মাদ্রাসার হল রুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ফেয়ার‘র ভাইসচেয়ারম্যান জনাব তাজনিহর বেগম তাজ এর সভাপত্বিতে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার উদ্দিন গার্লস্ ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার এর অন্যতম সদস্য ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জেব-উন- নিসা ও ফেয়ার এর ভাইসচেয়ারম্যান জনাব ওবাইদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সুচনা বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। এ সময় তিনি এবারের নারী দিবসের প্রতিপদ্য বিষয়সহ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ ড. হাফেজ আব্দুল করিম তার বক্তব্যে বলেন “নারীদের বাদ দিয়ে কোন জাতি উন্নতি করতে পারেনি আর পারবেও না। নারীদের প্রাপ্য সম্মান দিয়ে এক সাথে কাধে কাধ মিলিয়ে দেশ ও জাতীর উন্নতি করতে হবে” ।
বিশেষ অতিথির বক্তব্যে ফেয়ার‘র অন্যতম সদস্য ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জেব- উন- নিসা, বলেন “ইসলাম নারীদেরকে সবার উপরে রেখেছে। আমরা সবাই প্রথমে মানুষ হবো তারপর সমাজ, দেশ তথা জাতিকে সেবা করার জন্য কাজ করবো যেখানে থাকবে না কোন ঘৃণা, বৈষম্য, অবহেলা, জাতিতে জাতিতে হানাহানী। নারীদেরকে তাদের কাজের স্মীকৃতি দিতে হবে। তা হলেই নারীরা সবার কাছে তাদের মর্যাদা পাবে”।
ফেয়ার এর ভাইস চেয়ারম্যান জনাব ওবাইদুর রহমান বলেন “আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। নারীরা নিজেদেরকে ছোট না ভেবে সকলের সাথে এক হয়ে কাজ করতে হবে। কাউকে বাদ দিয়ে কোন ভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তব্যে আজকের সভার সভাপতি জনাব তাজনিহর বেগম তাজ বলেন “কালে কালে আন্দোলন হলেও এখনো আমরা নারীরা সমান্তরালে আসতে পারিনি। নারীদের সকল দাবি আদায়ের জন্য এখনো আন্দোলন চালিয়ে যাচ্চে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মা যদি না জাগে তাহলে সন্তান জাগবে না। তাই আমাদের সমতা গড়তে হলে দাবি আদায় করতে হবে এবং অধিকারের চর্চা আমাদের পরিবার থেকে করতে হবে । সকল শ্রেণী -পেশায় নারী পুরুষের মধ্যে ভেদাভেদ নয় চাই সমতা’’।
ফেয়ার‘র প্রকল্প সমন্বয়করী কে এম হারিসুল আলম এর উপস্থপনায় এই আলোচনা সভাটি অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব রেজাউল করিম, ফেয়ার‘র প্রকল্প কর্মকর্তা কৌশিক অহম্মেদ শাওন ও প্রকল্প কর্মকর্তা খন্দকার লীনা আকতার।