৬০ জন নারী শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং এর উপর প্রশিক্ষণ প্রদান
ফেয়ার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য ১৬ ই মার্চ ২০২২ তারিখে লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়াতে দুই বিদ্যালয়ের সর্বমোট ৬০ জন শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং এর প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণে কম্পিউটার প্রোগ্রামিং এর প্রাথমিক ধারনা প্রদানের সাথে সাথে শিক্ষার্থীদের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(ভাষা) ও ফাংশন সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সেচ্ছাসেবক ও মিলিটারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র চৌধুরী মাহির মহিবুল্লাহ ও আহমেদ আব্দুল্লাহ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিডি গার্লস কোডিং এর লিফলেট ও কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক পুস্তিকা বিতরণ করা হয়।