Science Education | বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

Science Education
Start time May 13, 2022
Finished Time May 16, 2022
Address কুষ্টিয়া মিশন স্কুল রুপান্তর সেন্টার ও সম্মেলন কেন্দ্রে
Content

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর আয়োজনে এবং  ফেয়ার‘র ব্যবস্থাপনায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকদের অংশগ্রহণে “বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা” আগামী ১৩-১৪ মে, ২০২২ (প্রথম ব্যাচ) ও ১৫-১৬ মে, ২০২২ (দ্বিতীয় ব্যাচ) কুষ্টিয়া মিশন স্কুল রুপান্তর সেন্টার ও সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে।

 

প্রথম ব্যাচে ‘‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই)’’ প্রকল্পের আওতাভুক্ত কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি বিদ্যালয় ও কুমারখালী উপজেলার ৩০টি বিদ্যালয় নিয়ে মোট ৬০ টি বিদ্যালয়ের ৬০ জন বিজ্ঞান শিক্ষক এবং দ্বিতীয় ব্যাচে মিরপুর উপজেলার ৩০টি বিদ্যালয় ও ঝিনাইদহ সদর উপজেলা ১৫টি ও হরিনাকুন্ডু উপজেলার ১৫টি মোট ৬০টি বিদ্যালয়ের ৬০ জন বিজ্ঞান এই কর্মশালায় অংশগ্রহণ করবে।
এই কর্মশালায় বিজ্ঞান শিক্ষকগণ জনতে পারবেন বিজ্ঞানাগার ব্যবস্থাপনা, উপকরণ সংরক্ষণ ও ব্যবহার; বিজ্ঞান: বিনোদন ও জ্ঞান; হাতে – কলমে বিজ্ঞান ও স্বল্পব্যয়ে ব্যবহারিক পরীক্ষা; বিজ্ঞান শিক্ষায় আইসিটি‘র ব্যবহার; স্বল্প/বিনামূল্যে ব্যবহারিক পরীক্ষার উপকরণ তৈরী; শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক ও আনন্দময় পাঠদান; বিজ্ঞান ও প্রযুক্তি: পরীক্ষণ পর্যবেক্ষণ ও পর্যালোচনা ইত্যাদি বিষয়ে।

কর্মশালায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফিন্যান্স ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সেতুর নির্বাহী পরিচালক মো: আব্দুর কাদের, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম, ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, ওয়েলফেয়ার এফোর্টস এর নির্বাহী পরিচালক শরিফা বেগম উপস্থিত থাকবেন।

প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করবেন ইসলামী বিশ^বিদ্যালয়ের এ্যাপলাইড ক্যামিস্ট্রি ও ক্যামিকেল ডিপার্টমেন্টর এর প্রফেসর ড. আতিকুর রহমান এবং দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করবেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: জায়েদুর রহমান।

উক্ত কর্মশালায় সার্বক্ষণিক রিসোর্স পারসন হিসেবে থাকবেন জনাব সঞ্জীব বর্মণ এবং জনাব রেজাউল করিম। স্থানীয় রিসোর্স পারসন হিসেবে থাকবেন কুষ্টিয়া জেলা স্কুলের শিক্ষক মো: মঈনুদ্দিন আহমেদ।
উল্লেখ্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নিয়মিত অনুশীলন ও অধ্যয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী জাতি গঠনে ভূমিকা রাখতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলায়, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী উপজেলায়, সেতু মিরপুর উপজেলায় এবং ওয়েলফেয়ার এফোর্টস ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলায় ‘‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই)’’ প্রকল্পটি গত ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করছে।