School Based Science Fair | বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা |
”শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মনোভাব তৈরি হয়েছে যার ফল স্বরূপ আজকের এই বিজ্ঞান মেলার আয়োজন। বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীদের এরূপ উদ্যোগে সকল শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।” দহকূলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ের ড. কুদরাত ই খুদা সায়েন্স ক্লাবের আয়োজনে প্রথম পর্যায়ের বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা এবং দেয়াল পত্রিকা প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ রবিউল ইসলাম উপরোক্ত উক্তি প্রদান করনে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অনেক ছোট ছোট শিক্ষার্থী রয়েছে যারা বিজ্ঞানকে এখন থেকেই আকড়ে ধরেছে। তারা বিজ্ঞান কে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করেছে।” তিনি ফেয়ার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান। মেলায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফুর্ত। অদ্য ১৭ ই মে, ২০২২ তারিখে দিনব্যাপী এই মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় আঙিনা বিজ্ঞান প্রজেক্ট ও দেয়াল পত্রিকা উন্মুক্ত রাখা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিজ্ঞান প্রজেক্ট ও দেয়াল প্রত্রিকা প্রদর্শন করে।
দিনের শুরুতে সায়েন্স ক্লাবের শিক্ষার্থীরা মেলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ সাজায়। মেলার প্রথম পর্বের আয়োজন হিসেবে বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় সর্বমোট ১৬টি বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করা করা। বিচারকদের পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় রেইন ডিটেক্টর তৈরি করে প্রথম স্থান অর্জন করে সিয়াম উদ্দিন, ব্যাটারী চালিত ট্রেন তৈরি করে ২য় স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছামিউল ইসলাম, আর্থকোয়াক এলার্ম তৈরি করে ৩য় স্থান অর্জন করে খন্দকার খালিদ তাহমিদ। বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সর্বমোট ৭ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।
মেলার ২য় পর্বে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি গ্রæপে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। ক গ্রæপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী ও খ গ্রæপে ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় ক গ্রæপে প্রথম স্থান অর্জন করে রমনী সিদ্দিকা (৮ম), দ্বিতীয় স্থান অর্জন কওে মোছা: চাঁদনী খাতুন এবং তৃতীয় স্থান অর্জন কওে খন্দকার সাইমা হাসান (৮ম) সহ ক গ্রæপে সর্বমোট ৮টি পুরষ্কার প্রদান করা হয়। খ গ্রæপের প্রথম স্থান অর্জন করে তারেক রহমান (১০ম), দ্বিতীয় স্থান অর্জন করে শাইখা লুববা সাধবী (১০ম) এবং তৃতীয় স্থান অর্জন করে সিয়াম উদ্দিন ও তনিমা খাতুন সহ সর্বমোট ৮জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় ফেয়ার বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প।
School Based Science Fair