Conduct Training for Science Club’s Member on Leadership Development || ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
অদ্য ২৮ এপ্রিল ২০১৯ রবিবার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীণে মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ¦ আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় এবং আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা অংশ গ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব উত্তম কুমার বিশ্বাস, অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য তিনি বলেন, বিজ্ঞানের এই যুগে এমন সিদ্ধান্ত যুগ-উপযোগী। এই নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে শিক্ষার্থীদের নেতৃত্বের সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: হাফিজুর রহমান, আলহাজ¦ আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: জহির উদ্দিন, আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জিয়াউল হক ও বিজ্ঞান শিক্ষক মো: শফিকুল মাহমুদ। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান।
ইতোপূর্বে ফেয়ার এর সহায়তায় ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এ দি ভেনাস সাইন্স ক্লাব, আলহাজ¦ আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় এ নিউট্রন সাইন্স ক্লাব এবং আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এ ‘‘গ্যালিলিও সাইন্স ক্লাব গঠন করা হয় এবং প্রতিটি ক্লাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জিয়াউল হক তিনি বলেন ”বিশেষ জ্ঞান অর্জণের জন্য এই বিজ্ঞান ক্লাব বিজ্ঞান ভীতি দূর করবে এই আশা ব্যক্ত করি”। আজ সারা দিন তোমরা যা শিখলে তা তোমাদের ভবিষৎ এ কাজে লাগবে। এই আশা ব্যাক্ত আমি এই অনুষ্ঠানের সফল সমাপণী ঘোষণা করছি।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান।