Conduct Training for Science Club’s Member on Leadership Development || ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
অদ্য ২৯ এপ্রিল ২০১৯ সোমবার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয় ।
উক্ত প্রশিক্ষণে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ এবং রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: বদরুল আলম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে নেতৃত্ব সম্পর্কে সূষ্ঠ ধারণার সৃষ্টি হবে, যা শিক্ষার্থীদের আগামীতে কাজে লাগবে। এই নেতৃত্ব উন্নয়ণ বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের সৎ নেতৃত্বে আসতে সহায়ক ভূমিকা পালন করবে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: নবীর হোসেন, বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান শিক্ষক মো: রবিউল ইসলাম, রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: আজমল হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান।
ইতোপূর্বে ফেয়ার এর সহায়তায় কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় এ ‘‘ড: মুহাম্মদ জাফর ইকবাল সাইন্স ক্লাব’’ বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ এ ‘‘রাদারফোর্ড সাইন্স ক্লাব’’ এবং রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এ ‘‘আলেকজেন্ডার সাইন্স ক্লাব’’ গঠন করা হয় এবং প্রতিটি ক্লাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান শিক্ষক জনাব মো: রবিউল ইসলাম তিনি বলেন, বর্তমানে বিজ্ঞান ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না আর তাই জীবনকে আরও সুন্দর ও সহজ করতে আমাদের বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই, তোমরা আজ সারাদিন যা জানলে আশা করি তা তোমরা তোমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবে এই আশা রেখে এই অনুষ্ঠানের সফল সমাপণী ঘোষণা করছি ।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে হিসেবে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান।