Conduct Training for Science Club’s Member on Leadership Development || ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
অদ্য ২৭ এপ্রিল ২০১৯ শনিবার শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীন বিজ্ঞান মাধ্যমিক স্কুলে গঠিত বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয় ।

FAIR Leadership training for school students
উক্ত প্রশিক্ষণে কুষ্টিয়া সদর উপজেলার শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় , জি কে মাধ্যমিক বিদ্যালয় এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল, হাটশহরিপুর এর বিজ্ঞান ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষকা মোছা: জুবাইদা খানম, জি কে মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষিকা রাফিয়া আফরোজ ইরা এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এর বিজ্ঞান শিক্ষিক মো: আশরাফুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান।
ইতোপূর্বে ফেয়ার এর সহায়তায় শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এ আর্কিমিডিস সাইন্স ক্লাব, জি কে মাধ্যমিক বিদ্যালয় এ জগদীশ সাইন্স ক্লাব এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এ ড. হর গোপাল বিশ্বাস সাইন্স ক্লাব গঠন করা হয় এবং প্রতিটি ক্লাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন করা হয়।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে হিসেবে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান।