Conduct Training of Science Club’s Member on Leadership Development || ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
অদ্য ১৭ জুন, ২০১৯ সোমবার সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় এবং হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে কুষ্টিয়া সদর উপজেলার সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন, কে এস এম ঢাকা ঝালুপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান ক্লাবের কার্যকরী সদস্যরা অংশগ্রহণ করে। সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ এর অধ্যাপক নূরউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘‘বর্তমানকে ঘিরেই আমাদের আগামী দিনগুলোর স¦প্ন তৈরি হয়। তাই এখন থেকে আমরা আমাদের স¦প্নগুলো বাস্তবায়নে কাজ করবো। এসময় তিনি বিশ্বব্যাপি বিজ্ঞানের অগ্রগামিতার সাথে সাথে বিজ্ঞানের প্রসারের কথা তুলে ধরেন’’।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা: মীর ফিরোজা বুলবুল, বিজ্ঞান শিক্ষক জনাব তাজউদ্দিন আহমেদ, চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন এর বিজ্ঞান শিক্ষক জনাব মো: ইউসুফ আলী, কে এস এম ঢাকা ঝালুপাড়া মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক জনাব মো: আব্দুস সাত্তার। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান।
অন্য আরেকটি প্রশিক্ষণে হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় এর বিজ্ঞান ক্লাবের কার্যকরী সদস্যরা অংশগ্রহণ করে। হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাবা মো: একরামুল হোসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, কর্ম আর চর্চা আমাদের বৈজ্ঞানিক হওয়াতে সহায়তা করবে, আরও বলেন সমস্ত কিছুর মূল্য বিজ্ঞান যা আমাদের শিক্ষা দেয় বাস্তব সম্মত, যার প্রয়োগ বাস্তব জীবনে। উক্ত অনুষ্ঠানে দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: আনিসুর রহমান লিটন বলেন হাতে কলমে বিজ্ঞান শিক্ষার পাশাপশি বাস্তব সম্মত প্রজেক্ট তৈরী তে বিজ্ঞান মনস্ক হতে সহায়তার ভুমিকা রাখবে এই আশা ব্যক্ত করেন ফেয়ার ও বিএফএফ এর উপর। আরোও উপস্থিত ছিলেন হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষীকা মোছা: গুলবাহার খানম এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোজ্জাফর হোসেন।
অনুষ্ঠানে সমাপণী বক্তব্যে দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: আনিসুর রহমান লিটন ধন্যবাদ জানানোর মাধ্যমে হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাবা মো: একরামুল হোসেন পোষাক না নৈতিকতার উন্নয়নের কথা বলে সমাপণী বক্তব রাখেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বিএফএফ এর প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান এবং জাফরিন সুলতানা।