Discussion on the role of civil society in creating employment opportunities for Dalit students || দলিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা
‘‘কারিগরি শিক্ষার মর্যাদা ও চাহিদা সারা বিশ্বে, কর্মমূখী কাজ করলে মর্যাদা বাড়ে’’ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ এর ভাইস-প্রিন্সিপল শিশির কুমার রায় উপরোক্ত মন্তব্য করেন দলিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায়। তিনি আরো বলেন, ‘‘ হিন্দু ধর্মে মতে কর্মে ও গুণে জাত নির্ধারিত হয়, কিন্তু শ্রমকে মর্যাদা দিতে হবে সকলকে’’।
কুমারখালী ফেয়ার অ্যাডভোকেসি গ্রুপ এর টিমলিডার জনাব আকরাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। তিনি তার বক্তব্যে ফেয়ার এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এর পাশাপাশি এ প্রকল্পে লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
অদ্য বিকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এএফ মজিবুর রহমান ফাউন্ডেশন এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রানা টেক্সটাইল ইন্ডা: লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: মাছুদ রানা, কুমারখালি জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী, কুমারখালী পৌরসভার মহিলা কাউন্সিলর তাহমিনা খাতুন, কুমারখালি মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক রওশন আরা নীলা, ফেয়ার অ্যাডভোকেসি গ্রুপ এর সদস্য হোসনে আরা রুবি, প্রশিক্ষক ওসমান আলী, অভিভাবক সন্তোস বাশফোর ও ছন্দা রানী সরকার এবং শিক্ষার্থী জবা রানী দাস, হৃদয় কুমার বাশফোর ও কৃষ্ণ সরকার।
সার্বিক সহযোগিতায় ছিলেন ভিইডিএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, সাগর ইসলাম ও রীতা রানী বাশফোঁর।