FAIR Tree Plantation 2019 || ফেয়ার এর আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি
বাড়ছে মানুষ; বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড। কাটা হচ্ছে গাছ; উজার হচ্ছে বন। ফলে অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তবে গাছা লাগানো নয়, গাছ কাটার দিকেই আমাদের ভ্রুক্ষেপ বেশি লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী প্রজন্মকে একটি বসবাস উপযোগী পৃথিবী উপহার দেওয়াই আমদের দায়িত্ব। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প কোন মাধ্যম হতে পারে না। একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলা ও পরবর্তী প্রজন্মকে এ চেতনাবোধ সৃষ্টির লক্ষ্যে বেসরকারী মানবাধিকারমূলক সংগঠন ফেয়ার প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২০ জুলাই, ২০১৯ শনিবার সকাল ১১.০০ কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৮০০ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৮০০ টি বিভিন্ন প্রকারের ফলজ্, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: তারিক হাসান। তিনি তাঁর উদ্বোধনী বক্ত্যবে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপন করার কোন বিকল্প নেই, আমরা যত বেশি বৃক্ষরোপন করবো ততই আমাদের পৃথিবী আরো বেশি বসবাসযোগ্য হবে। এ সময় তিনি ফেয়ারকে এরকম মহৎ উদ্য্যেগকে স্বাগত জানান। বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার এর পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান।
উল্লেখ্য ফেয়ার প্রতিবছরের ন্যায় এ বছর কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০০০ টি গাছের চারা স্কুল শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করছে।