Formation of Science Club in Khord Ailchara High School || বিজ্ঞান পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে
‘‘বিজ্ঞান পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে।’’ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠন প্রাক্কালে উপরোক্ত মন্তব্য করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মো: নওয়াব আলী । তিনি এ সময় আরও বলেন, বড় কিছু করতে হলে বড় মন আর প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন। মাধ্যমিক বিদ্যালয় গুলোতে সাইন্স ক্লাব গঠনের মাধ্যমে আমরা অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে সমাজকে আলোর পথে নিয়ে যেতে পারি।
অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষিক মো: মাসুদ আল মামুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। ফেয়ার এর পরিচালক বলেন, মেধা সৃষ্টিকর্তা সকলকে সমান দিয়েছেন, আমরা কেউ মেধার সঠিক ব্যবহার করি, কেউ করি না। এ সময় তিনি আইনস্টাইন এর উদাহরণ দিয়ে বলেন আইনস্টাইন তার মেধার মাত্র ১০% ব্যবহার করে যদি এতো বড় বিজ্ঞানী হতে পারেন তবে তোমরা (শিক্ষার্থী) কেন পারবে না । এই বিজ্ঞান ক্লাবই হোক তোমাদের গবেষণার প্রথম ধাপ।
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আব্দুল খালিদ এর উপস্থাপনায় খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: নওয়াব আলী। এছাড়া আরও তিন জন উপদেষ্টা হচ্ছেন বিজ্ঞান শিক্ষিক মো: মাসুদ আল মামুন, বিজ্ঞান মো: জান্নাঈদ হোসেন এবং বাংলা শিক্ষিকা আর্জিনা খাতুন।
৫২ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘আল জাবের সাইন্স ক্লাব’’ নির্ধারণ করা হয়। পরবর্তীতে সকল সদস্যের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে একটি ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি শিক্ষার্থীদের মধ্যে মোছা: আজিজুন্নাহার (৯ম শ্রেণি), সহসভাপতি মো: আকাশ ইসলাম (১০ম শ্রেণি), সাধারণ সম্পাদ মো: তাওহিদুর রহমান (৮ম শ্রেণি), সহসাধারন সম্পাদক মোছা: সোনিয়া (৭ম শ্রেণি), কোষাধ্যক্ষ মো: নাঈম ইসলাম (৯ম শ্রেণি), সাংগঠনিক সম্পাদক মোছা: শ্যামলী খাতুন (৭ম শ্রেণি), সহসাংগঠনিক মোছা: মরিয়ম খাতুন (৮ম শ্রেণি), প্রচার সম্পাদক শাহেদ আহমেদ সিজান (৮ম শ্রেণি) এবং কার্যকরি সদস্য হিসেবে মোছা: সাদিয়া খাতুন (৮ম শ্রেণি ), মো: সিয়াম আহমেদ (৬ষ্ঠ শ্রেণি), মোছা: সুরাইয়া খাতুন (৬ষ্ঠ শ্রেণি)। নির্বাচন শেষে আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি বিজ্ঞান শিক্ষক জনাব মো: মাসুদ আল মামুন তার সমাপণী বক্তব্যে বলেন, বিজ্ঞান থেকে দূরে থাকলে অনেক কিছুই আমাদের অজানা থাকবে। এটা প্রযুক্তির যুগ, প্রযুক্তির সঠিক ব্যবহার যদি আমরা করি তাহলে আমরা এই বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো ।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প । সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা।