Formation of Science Club in The Old Kushtia High School || বিজ্ঞান মনষ্ক স্কুলই বৈজ্ঞানিক তৈরীর কারিগর
‘‘বিজ্ঞান মনষ্ক স্কুলই বৈজ্ঞানিক তৈরীর কারিগর’’। মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পে দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে বিজ্ঞান ক্লাব গঠন প্রাক্কালে উপরোক্ত মন্তব্য করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মো: গোলাম আজম। তিনি বলেন বিজ্ঞান ক্লাব গঠন করা ্আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো তা আজ বাস্তবায়ন হতে যাচ্ছে, তিনি আরো বলেন, বড় কিছু হওয়ার ইচ্ছা শক্তি ছোট কিছু থেকে শুরু হয়।
অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো: আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পক্ষ থেকে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ। তিনি বলেন, পাঠ্য-পুস্তক এর সাথে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন কর্মসূচি যেমন মেলা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ও বিচিত্রা আমাদের বিজ্ঞান মনভাবকে আরো উৎসাহ যোগাবে। এ সময় তিনি উদাহরন দিয়ে বলেন, পরিত্যক্ত বোতল দিয়েও ঘর ঠা-া করা সম্ভব এমন প্রমাণ আমাদের দেশের মানুষ দেখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন ইচ্ছাই সকল শক্তির উৎস।
পিএসই প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর উপস্থাপনায় এবং প্রজেক্ট কর্মকর্তা জাফরিন সুলতানা’র সহযোগিতায় দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলে বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: গোলাম আজম। এছাড়া আরও তিন জন উপদেষ্টা হচ্ছেন বিজ্ঞান শিক্ষক মো: আশরাফুল ইসলাম, বিজ্ঞান শিক্ষক হেলাল উদ্দিন এবং কম্পিউটার শিক্ষিকা মোছা: কোলেনা খাতুন।
৬৪ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘ড: হরগোপাল বিশ্বাস বিজ্ঞান ক্লাব’’ নির্ধারণ করা হয়। পরবর্তীতে সকল সদস্যের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে একটি ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন শিক্ষার্থীদের মধ্যে থেকে নির্বাচিত সামিয়া জামান (৯ম শ্রেণি), সহসভাপতি মো: রনি শেখ (১০ম শ্রেণি), সাধারণ সম্পাদ তুষা ইসলাম (৮ম শ্রেণি), সহসাধারন সম্পাদক মো: তৌফিক ওমর (৭ম শ্রেণি), কোষাধ্যক্ষ ইমারন হোসেন (৯ম শ্রেণি), সাংগঠনিক সম্পাদক মো: রাহুল ইসলাম (৭ম শ্রেণি), সহসাংগঠনিক মোছা: শর্মিলা আক্তার (৮ম শ্রেণি), প্রচার সম্পাদক মোছা: নুসরাত জাহান (৮ম শ্রেণি) এবং কার্যকরি সদস্য হিসেবে মুনিয়া সুলতানা দিপা (৮ম শ্রেণি ), শামিমা সুলতানা (৬ষ্ঠ শ্রেণি), মারুফ হোসেন (৬ষ্ঠ শ্রেণি)। নির্বাচন শেষে আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতি বিজ্ঞান শিক্ষক জনাব মো: আশরাফুল ইসলাম তার সমাপণী বক্তব্যে বলেন, আজ আবারও নতুন করে বিজ্ঞান ক্লাব গঠনের মধ্যেমে বিজ্ঞানের সাথে যুক্ত হলাম।
উল্লেখ্য যে, গতকাল বারখাদা মাধ্যমিক বিদ্যালয় ও মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠন করা হয়। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প । সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা।