বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
ফেয়ার এর উদ্যোগে আগামী ০৫ মে ২০২২ থেকে ০৬ জুন ২০২২ পযর্ন্ত ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ফেয়ার এর উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় কুষ্টিয়া সদর উপজেলায় মাধ্যমিক বিদ্যায়লয়ে ফেয়ার বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়েন বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প। প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষাথীরা অংশগ্রহণ করবে। শিক্ষার্থীরা তাদের মেধা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প তৈরি করে প্রদর্শন করবে।
উক্ত প্রতিযোগিতায় ‘ক’ এবং ‘খ’ দুইটি গ্রুপ থাকবে। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী এবং ‘খ’ গ্রুপে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।