অব্যাহতভাবে ধর্ষণ ও নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে সমাবেশ
সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ফেয়ার এর মানববন্ধন সমাবেশ
সারাদেশে অব্যাহতভাবে গণধর্ষণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে আজ মানববন্ধন এর আয়োজন করে মানবাধিকার সংস্থা ফেয়ার ও সম্মিলিত সামাজিক আন্দোলন এর যৌথভাবে। মানববন্ধনে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু প্রতি গণধর্ষণ, ধর্ষণ, খুন, নির্যাতন ইত্যাদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আজ নারীরা কোথায় নিরাপদ নয়। নিজ ঘরে, বাহিরে এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানেও নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষকরা এতটাই ক্ষমতাধর যে দিনের বেলায় স্বামী বা বাবার সামনে তার স্ত্রী বা কন্যা সন্তানকে গণধর্ষণ করছে নির্ভয়ে। এসব জানোয়ারা কোন না কোন ক্ষমতাশীন ব্যাক্তি বা দলের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে বলেই এবং বিচারহীনতার
এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। ফলে প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরব ভূমিকা পালন করছে।
বক্তরা আরো বলেন সারাদেশে যে হারে নারী ধর্ষণ-নির্যাতন বৃদ্ধি পেয়েছে তার অধিকাংশই সামনে আসছে না ফলে তার বিচারও হচ্ছে না। বক্তারা ধর্ষকদের দ্রæত বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায়।
ফেয়ার এর প্রধান উপদেষ্টা ও সম্মিলিত সামাজিক আন্দোলন এর সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট সামাজিক সংগঠক ও জেলা জাসদ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক কারসেদ আলম এর সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিএল ট্রাস্ট এর নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা, বিশিষ্ট মানবাধিকার সংগঠক তাজনিহার বেগম তাজ, সম্মিলিত সামাজিক আন্দোলন এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শরিফ বিশ^াস, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী হাসান আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলম আরা জুঁই, কনক চৌধুরী ও আব্দুল মোমিন, বাসদ এর কুষ্টিয়া জেলা আহবায়ক শফিউর রহমান, মহিলা পরিষদের সভাপতি নিলুফার ইয়াসমিন রীনা, নিহত গৃহবধু মীমের পিতা স্কুল শিক্ষক মহিবুল ইসলাম ও মাতা তাজমা খাতুন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর সভাপতি নূর মুরসেদা ভায়োলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আহবায়ক লাবনী সুলতানা, কালের কণ্ঠ শুভ সংঘ এর সাধারণ সম্পাদক সম্পা আফরিন, প্রত্যয় যুব সংঘ এর আহবায়ক সুমন আহমেদ, অধ্যাপক জামিরুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম, ফেয়ার’র পরিচালক দেওয়ান আখতারুজ্জামান প্রমুখ।