ফেয়ার এর উদ্যোগ বিশ্ব মানবাধিকার দিবসে মাস্ক বিতরণ


‘‘করোনার সুরক্ষা, প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষা’’ এই স্লোগানকে সামনে রেখে আজ ১০ ডিসেম্বর ফেয়ার কুষ্টিয়া পালন করছে বিশ্ব মানবাধিকার দিবস-২০২০। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।
দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া ও ফেয়ার আজ বিশ্ব মানবাধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে কুষ্টিয়াতে প্রান্তিক দিনমজুর মানুষদের মাঝে তিন লেয়ারের সুতি কাপড়ের ১০০ টি মাস্ক বিতরণ করেছে।
আজ বেলা ১২টায় ফেয়ার কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান
পরবর্তিতে ফেয়ার’র কর্মীবৃন্দ শহরের বিভিন্ন স্থানে গিয়ে প্রান্তিক দিনমজুর মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন।