Formation of Science Club in Al Haj Abdul Goni Secondary School || একটি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের কোন বিকল্প নেই
‘‘একটি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই’’, মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আলহাজ্ব আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠন প্রাক্কালে উপরোক্ত মন্তব্য করেন বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক জনাব প্রদীপ কুমার বিশ্বাস। তিনি বলেন, এখন বিজ্ঞানের যুগ, আমরা একটি ধাপও বিজ্ঞান ছাড়া চলতে পারি না, তাই বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে ফেয়ার এর এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।
অত্র বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক জনাব জহির উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। তিনি বলেন, বিজ্ঞান মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে, যুক্তিবাদী করে, তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানমনষ্ক জাতি গঠন করতে হবে’’। তিনি বিজ্ঞান ক্লাবের কার্যকারিতা এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধারণা প্রদান করেন।
বিদ্যায়ের ইংরেজি শিক্ষক মো: মোস্তফা কামাল বলেন, ফেয়ার এর এ উদ্যোগকে স্বাগত জানাই। তিনি বলেন, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, পরিক্ষা-নিরীক্ষা সংযোজনের মাধ্যমে এ শিক্ষার উন্নয়নের জন্য আমরা আলহাজ্ব আব্দুল গণি মাধ্যমিক বিদ্যায়ের সকল শিক্ষকরা ফেয়ার কে সহযোগিতা করব। তিনি আরও বলেন, হাতে কলমে না শিখতে পারলে বিজ্ঞান শিক্ষার কোন মানে নেই। আরো বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান শিক্ষিকা মোছা: রোকেয়া বেগম।
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: আব্দুল খালিদ এর পরিচালনায় আলহাজ্ব আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের ৪ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উক্ত বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ্ব আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: শরিফ উদ্দিন বিশ্বাস। এছাড়াও উপদেষ্টা মন্ডলীর আরও তিন জন উপদেষ্টা হচ্ছেন বিজ্ঞান শিক্ষক জনাব জহির উদ্দিন খান, ইংরেজি শিক্ষক মো: মোস্তফা কামাল এবং সমাজ বিজ্ঞান শিক্ষিকা মোছা: রোকেয়া খাতুন।
৫৪ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ সর্বসম্মতিতে ক্লাবের নাম ‘‘নিউটন সাইন্স ক্লাব’’ নির্ধারণ করেন। পরবর্তীতে সকল সদস্য নির্বাচনের মাধ্যমে একটি ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করেন। কমিটির সদস্যরা হলেন সভাপতি নবম শ্রেণির শিক্ষার্থী মোছা: শ্যামলী খাতুন, সহসভাপতি রোকাইয়া মিতা (১০ম শ্রেণি), সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা (নবম শ্রেণি), সহসাধারন সম্পাদক সালাউদ্দিন সাম্য (৮ম শ্রেণি), কোষাদক্ষ মো: অনিক হোসেন (৮ম শ্রেণি), সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির হোসেন (৭ম শ্রেণি), সহসাংগঠনিক মোছা: সানজিদা খাতুন (৬ষ্ঠ), প্রচার সম্পাদক সাবনুর আক্তার (৮ম), এবং কার্যকরি সদস্য হিসেবে মো: ফিরোজ হোসেন (১০ম), মোছা: সুরাইয়া আক্তার (৭ম), আবির জুবায়ের সিফাত (৬ষ্ঠ)। নির্বাচন শেষে আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প । সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা।