School Based Online Science Fair | হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
অদ্য ১০ নভেম্বর ২০২০ তারিখে হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এর ইবনে সিনহা সায়েন্স ক্লাবের ২য় পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো মনিরুল ইসলাম।
উক্ত মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা প্রজেক্ট সাবমিট করে। সাবমিটকৃত প্রজেক্ট বিদ্যালয়ের শিক্ষকগণদের মাধ্যমে যাচাই বাছায় করে বিজয়ীরা হলো, প্রথম স্থান অবস্থান করেছে সাদিয়াতুল জান্নাত লাবণ্য(৯ম), দ্বিতীয় স্থান অবস্থান করেছে সুরভী হাসান(৭ম) তৃতীয় স্থান সাদিয়াতুল জান্নাত (১০ম)। এছাড়াও কুইজের বিজয়ীরা হলো, সমাপ্তি ইসলাম (৭ম), রুমকি আক্তার(৭ম), সাদিয়াতুল জান্নাত লাবণ্য (৯ম), জান্নাতুল ফেরদৌস খান(৯ম), উম্মে সুমাইয়া সুলতানা(১০ম) ও সুরভী হাসান(৭ম)।
উল্লেখ্য প্রজেক্ট ও কুইজের বিজয়ীদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয় ।
School Based Online Science Fair