School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
অদ্য ৩১ জুলাই জগতি মাধ্যমিক বিদ্যালয় এবং কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর যথাক্রমে মেন্ডেলিফ সায়েন্স ক্লাব এবং প্যাসকেল সায়েন্স ক্লাবের উদ্য্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জগতি মাধ্যমিক বিদ্যালয় এর মেন্ডেলিফ সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য বিজ্ঞানের অবদান অপরিসীম। তাই আশা করব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রসারে আরো বেশি সচেতন হবে।’’
অন্যদিকে কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্যাসকেল সায়েন্স ক্লাবের এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জামাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। বিজ্ঞানের উন্নয়ন সাধনের ফলে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয় এসেছে তাই তোমরা বেশি বেশি বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা করি।’’
বিদ্যালয় দুটিতে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক পিযুষ কান্তি মজুমদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘বিজ্ঞানের যুগে বেশি বেশি বিজ্ঞান চর্চার মাধ্যমেই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব।’’ আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: জামাল উদ্দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক মো : লিয়াকত আলী এবং সহকারী শিক্ষক শেখ মামুনুর রশিদ এবং ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা।
মেলাই শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় জগতি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা ডেঙ্গু মুক্ত বাড়ী, বিশুদ্ধ পানির ফিল্টার, পানির উপর ভাসমান মিনি রেস্টুরেন্ট, রহস্যময় গোলক, স্পীড বোর্ড নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। কে. এস. এম. ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈদ্যুতিক পাখা, বেলুন পানির ঝড়র্ণা, তরলের উপর বায়ু চাপের প্রভাব, বৈদ্যাুতিক লাইটিং, মটর ও লাইট, HCo2 & CH4 রাসায়নিক বিক্রিয়ার প্রভাব প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।