School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
অদ্য ২৯ জুলাই বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর যথাক্রমে জুপিটার সায়েন্স ক্লাব ও মারি ক্যুরি সায়েন্স ক্লাবের উদ্য্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর জুপিটার সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আরিফুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী ভবিষতের বড় বিজ্ঞানীক হওয়ার আশা রাখে, আজ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তা আবারও প্রমাণ করল।’’
অন্যদিকে চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মারি ক্যুরি সায়েন্স ক্লাবের এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা নাসিরা নাসরীন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘হারজিত এর মাধ্যমে জয় পরাজয় হলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং বিজ্ঞান মেলা অংশগ্রহণ করা আজ আমাকে খুবই আনন্দ দিয়েছে যা এক সময় বৃহৎ গবেষক তৈরীতে সহায়তা করবে।’’
উভয় স্কুলে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদাহ সরকরী নুরুন্নাহার মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর অজয় কুমার বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পে মাধ্যমে বড় বিজ্ঞানীক হওয়া সম্ভব এবং আরো বলেন মেয়েদের শারীরিক পরিবর্তনের সাথে সাথে বেশী বেশী খাবার খাওয়া উচিৎ যা আধুনিক বিজ্ঞানে প্রমাণিত’’। অনুষ্ঠানে ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান বলেন কুসংস্কার আর গুজবে কান না দিয়ে আমাদের বিজ্ঞান সম্মত আলোর দিকে অগ্রসর হতে হবে, তবেই আমরা উজ্জ্বল ভবিষ্যৎ পাব।’’ আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আরিফুর রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক মো: আনোয়ার হোাসেন এবং সহকারী শিক্ষক মো: ইব্রাহীম এবং ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা।
মেলাই শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রিমোর্ট কন্ট্রল পাম্ব, চার্জে চালিত বাস, বিপদমুক্ত যান, বিদ্যুৎ পরিবহনের পরীক্ষা, বিনা মূল্যে পানি বিশুদ্ধ করণ পদ্ধতি, ফেলে দেওয়া কাগজ দিয়ে তৈরী ফুলদানি নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। এবং বাড়াদি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তরল আলো, থার্মোমিটার, ছুটছে পানি সুতোর টানে, Automatic Sensor on/off, পানির যাদু প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।