Science Fair Online | বিজ্ঞান মেলা | দিনমণি মাধ্যমিক বিদ্যালয়
২য় পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণি
অদ্য ০৫ নভেম্বর ২০২০ তারিখে দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের মেন্ডল সায়েন্স ক্লাবের ২পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো ইয়াকুব আলী ও বিজ্ঞান শিক্ষক এ এন মোহাম্মদ আলী ।
উক্ত মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী সর্বমোট ৮টি প্রজেক্ট সাবমিট করে। সাবমিটকৃত প্রজেক্ট যাচাই বাছায় করে বিজয়ীরা হলো, প্রথম স্থান অবস্থান করেছে আতিকুজ্জামান (১০ম), দ্বিতীয় স্থান অবস্থান করেছে মাহি ও তৃতীয় স্থান অবস্থান করেছে সিমান্ত (৯ম) । এছাড়াও অনলাইন এ জমাকৃত কুইজের বিজয়ীরা হলো, সিমান্ত(৮ম), মাহি(৯ম), শুভ(৯ম), আদনান(৭ম) ।
প্রজেক্ট ও কুইজের বিজয়ীদেরকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। উল্লেখ্য গত ১ নভেম্বর ২০২০ তারিখে দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের মেন্ডল সায়েন্স ক্লাবের ২পর্যায় বিদ্যালয় ভিত্তিক অনলাইন বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Science Fair Online