Science Promotion | বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এবং ফেয়ার এর ব্যবস্থাপনায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকদের অংশগ্রহণে আজ দুইদিন ব্যাপি দ্বিতীয় ব্যাচের ‘‘বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা”কুষ্টিয়া মিশন স্কুল রুপান্তর সেন্টার ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী। তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন কর্তৃক গৃহিত এই প্রকল্পের প্রেক্ষাপটসহ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, ওয়েলফেয়ার এফোর্টস, ঝিনাইদহ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন এবং সেতু এর পরিচালক মফিজুল ইসলাম।
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের আওতাভুক্ত সেতু, কুষ্টিয়া কর্তৃক বাস্তবায়নকৃত মিরপুর উপজেলার ৩০ টি বিদ্যালয় এবং ওয়েলফেয়ার এফোর্টস, ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়নকৃত ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলার ৩০টি বিদ্যালয় নিয়ে মোট ৬০ টি বিদ্যালয়ের ৬০ জন বিজ্ঞান শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
দ্বিতীয় ব্যাচের কর্মশালার প্রথম দিনে বিনামূল্যে/স্বল্পব্যয়ে ব্যবহারিক পরীক্ষা উপকরণ তৈরি করার কলা-কৌশল হাতে-কলমে শিক্ষকদের শেখানো হয়। প্রথম দিনে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন জনাব জনাব রেজাউল করিম ও জনাব সঞ্জীব বর্মণ । কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর ফিন্যান্স ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ফেয়ার এর প্রকল্প সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, প্রকল্প কর্মকর্তা কৌশিক আহমেদ শাওন এবং খন্দকার লীনা আকতার। উল্লেখ্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নিয়মিত অনুশীলন ও অধ্যয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী জাতি গঠনে ভূমিকা রাখতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলায়, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী উপজেলায়, সেতু মিরপুর উপজেলায় এবং ওয়েলফেয়ার এফোর্টস ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পটি গত ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করছে।