Science Related Materials Distribution in the Science Club || ফেয়ার এর উদ্যোগে ৫ টি স্কুলে সাইন্স ক্লাবে বিজ্ঞান বিষয়ক উপকরণ হস্তান্তর
অদ্য ২২ জুলাই হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়, জগতি মাধ্যমিক বিদ্যালয়, কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে গঠিত যাথাক্রমে ইবনে সিনা সাইন্স ক্লাব, ডিসকাভারী সায়েন্স ক্লাব, মেন্ডেলিফ সায়েন্স ক্লাব, প্যাসকেল সায়েন্স ক্লাব এবং ডিসকাভারী সায়েন্স ক্লাব এর জন্য সংশ্লিস্ট স্কুলের প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক ও ক্লাব সদস্যদের নিকট বিজ্ঞান বিষয়ক বই, ম্যাগাজিন, নোটিস ও সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপকরণ হস্তান্তর আয়োজিত অনুষ্ঠানে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাবা জেব-উন-নিসা বলেন, “ ছোট ছোট প্রকল্প তোমাদের ভবিষতে নতুন নতুন প্রকল্প তৈরি করতে সাহায্য করবে।’’ এছাড়াও হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: সাইদুর রহমান, বারখাদা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো:আনছার আলী, জগতি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন এবং কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মনজুরুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে ফেয়ার এর পক্ষ থেকে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ৩০ টি সাইন্স ক্লাব গঠন করা হয়েছে যাতে শিক্ষার্থীদের পরিচালনায় টেকসই বিজ্ঞান ক্লাব গঠন এবং বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।