Skill Development Training | কুশি-কাটা বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী
আজ প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে ফেয়ার, কারুযোগ ও মিজান হ্যান্ডি ক্রাফটস্ এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপি কুশি-কাটা বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী দিন। প্রতি ব্যাচে ৫০ জন করে দুটি ব্যাচে মোট ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
আজ বিকেলে পৌরসভার ১৮ ওয়ার্ড উদীবাড়িতে আয়োজিত ছয়দিন ব্যাপী চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিজান হ্যান্ডি ক্রাফটস্, খুলনা এর সত্বাধিকারী মিজানুর রহমান।
এর আগে সকালে আড়ুয়াপাড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদালয়ে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবিনা খাতুন সাবানা ও পিংকি মন্ডল।
# Skill Development Training