Skill Development Training for Women | দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
আজ প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে ফেয়ার, কারুযোগ ও মিজান হ্যান্ডি ক্রাফটস্ এর যৌথ আয়োজনে কুষ্টিয়া পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের ছয় দিনব্যাপি কুশি-কাটা বিষয়ক তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ এর উদ্ভোধন করা হয়। প্রতি ব্যাচে ৫০ জন করে দুটি ব্যাচে মোট ১০০ জন প্রান্তিক নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
আজ বিকেলে পৌরসভার ১৮ ওয়ার্ড উদীবাড়িতে আয়োজিত ছয়দিন ব্যাপী চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজান হ্যান্ডি ক্রাফটস্, খুলনা এর সত্বাধিকারী মিজানুর রহমান। বক্তরা বলেন, একজন নারীকে পরিবার এবং সমাজে নির্যাতনমুক্ত রাখতে হলে দরকার তাকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা। আর এ জন্য দরকার নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ড সাথে সম্পৃক্ত হওয়া। আমরা নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’’ বক্তরা আরো বলেন, মনযোগ এবং কাজের প্রতি আন্তরিক হলে লক্ষে পৌঁছানো সম্ভব। তাই সকলকে কাজের প্রতি মনযোগ ও আন্তরিক হওয়ার অনুরোধ করেন।
এর আগে সকালে আড়ুয়াপাড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদালয়ে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ এর উদ্ভোধন করেন ফেয়ার এর পরিচালক ও কারুযোগের কো-এ্যান্টারপ্রেনেয়র দেওয়ান আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন মিজান হ্যান্ডি ক্রাফটস, খুলনা এর সত্বাধিকারী মিজানুর রহমান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মদক্ষতা ওপর ভিত্তি করে কাজ প্রদান করা হবে যা সারা বছর ধরে অব্যাহত থাকবে। কুষ্টিয়া পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কমিউনিটি লিডার শিরিনা আক্তার, হেলেনা পারভীন, মিনা আপা, ফেয়ার এর সুপারভাইজার রাসেদা খাতুন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবিনা খাতুন সাবানা ও পিংকি মন্ডল।