Training on Jute Products | সপ্তাহব্যাপী পাটপণ্য তৈরি প্রশিক্ষণ
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষে কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ফেয়ার এর সহযোগিতায় উদিবাড়ী হালদারপাড়ায় সপ্তাহব্যাপী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর কাউন্সিলন মো: শেখ জালাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুল ইসলাম, ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজ পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘দেশ এগিয়ে যাচ্ছে, নারীকেও এগিয়ে যেতে হবে, নারীকে স্বাবলম্বী করতে আজকের এই আয়োজন।’’
সপ্তাহব্যাপী পাটজাত পণ্য তৈরি প্রশিক্ষণে কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর উদিবাড়ী হালদারপাড়ার সিডিসি প্রকল্পের অন্তর্ভুক্ত ৩০ জন নারী অংশগ্রহণ করছে। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে পাট দিয়ে নানা প্রকার পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে। পাটপণ্যের জনপ্রিয়তা বৃদ্ধিতে ফেয়ার নাান প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। নানা উদ্যোগের অংশ হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সাথে যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সনদ প্রদান করা হবে।