Women Economic Empowerment নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পাটপণ্য তৈরি প্রশিক্ষণ
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফেয়ার কাজ করছে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রান্তিক নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি। এরই অংশ হিসেবে অদ্য ১৯/০২/২০১৯ তারিখে ফেয়ার এর সহযোগিতায় কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে আলামপুর দাস পাড়া দলিত নারীদের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স পাট পণ্য তৈরি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তা আতিকুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান। ফেয়ার এর তিনজন প্রশিক্ষক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করবে। সার্বিক সহযোগিতায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ফেয়ার সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, হিসাব কর্মকর্তা বেলাল আহমেদ।