করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দলিত পরিবারে জরুরী সহায়তা প্রদান

প্রাণঘাতি করোনা ভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ দলিত ও খেটে খাওয়া প্রান্তিক নানা শ্রেণি পেশার মানুষের জীবন ধারণ অসম্ভবপর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বয়ঃজ্যৈষ্ঠ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, বিধবা, স্বামী পরিত্যক্তা, সেলুনকর্মী, চায়ের দোকানদার, রংমিস্ত্রী ইত্যাদি শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন যাপন করছে।

অদ্য ১৪ জুন ২০২০ তারিখে ফেয়ার ও দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ চতুর্থ বারের মতো দূর্বাচারা ও কুমারখালি ৪৭ টি দলিত পরিবারসহ মোট ৭০ টি পরিবারকে জরুরী সহায়তা প্রদান করা হয়। মানবসেবা ডট কম এর আর্থিক সহাতায় জরুরী সহায়তা হিসেবে প্রদান করা হয় চাল, ডাল, তৈল, আলু, চিনি, পেয়াজ এবং শিক্ষা সভা এর আর্থিক সহায়তায় প্রদান করা হয় আদা, লবঙ, সাবান ও নগদ অর্থসহ দলিত শিশুদের মৌসুমী ফল আম।

ফেয়ার এর স্বেচ্ছসেবকেরা এই সকল পরিবারের বাড়িতে  খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়। খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান ও ফেয়ার কর্মকর্তা কেএম হারিসুল আলম জনি, মো: আবু জাহিদ, জাফরিন সুলতানা, কৌশিক আহমেদ শাওন, বেলাল আহমেদ, সাগর ইসলাম এবং স্বেচ্ছাসেবক মৌ ও অপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *