Conduct Training of Science Club’s Member on Leadership Development || ফেয়ার এর আয়োজনে বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

অদ্য ৩০এপ্রিল, ২০১৯ মঙ্গলবার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার এর আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে মাধ্যমিক বিদ্যালয়ে গঠিত বিজ্ঞান ক্লাব সদস্যদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।Science Club FAIR How to donate what can I Donate for Money Donation I Give Money Where

উক্ত প্রশিক্ষণে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়, খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয় এবং জগতি মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান ক্লাবের কার্যকরী সদস্যরা অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: তারিক হোসেন, অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য তিনি বলেন বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, পরিক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ শিক্ষার উন্নয়নের জন্য আমরা সকল শিক্ষকরা ফেয়ার কে সহযোগিতা করব। তিনি আরও বলেন, হাতে কলমে না শিখতে পারলে বিজ্ঞান শিক্ষার কোন মানে নেই। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: ফখরুল আলম, খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ে এর বিজ্ঞান শিক্ষক মো: জান্নাঈদ হোসেন, জগতি মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক মো: আজিজুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান। Science-Club-FAIR-Help-Helping-Donate-Support-Sponsor-Ways-Poor-Students-People-Child-Children-Youth-Women-Dalit-Harijon-Disable.jpg April 30, 2019 359 KB 800 × 500 Edit Image Delete Permanently

ইতোপূর্বে ফেয়ার এর সহায়তায় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এ ‘‘স্টিভেন হকিং সাইন্স ক্লাব ’’,খোর্দ আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ে এ ‘‘আল জাবের সাইন্স ক্লাব’’এবং জগতি মাধ্যমিক বিদ্যালয় এ ‘‘মেন্ডেলিফ সাইন্সক্লাব’’ গঠন করা হয় এবং প্রতিটি ক্লাবে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক জনাব দেওয়ান আখতারুজ্জামান, আমরা আশা রাখছি বিজ্ঞানকে সহজ ও আনন্দ মূখর করতে আমাদের এই প্রকল্প সাহায্য করবে, আর তা বাস্তবায়ন আমাদের একার পক্ষে সম্ভব নয়, সকলের মিলিত প্রচেষ্টায় আমরা সফলকাম হব। কবি বলেছেন, ‘‘ বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়।’’ ঠিক তেমনি আমাদের সকলের একটু একটু প্রচেষ্টায় পারে আমাদের উন্নতির দুয়ারে পৌছে দিতে, এই আশা রেখে এই অনুষ্ঠানের সফল সমাপণী ঘোষনা করছি ।Science Club FAIR Helping People How to Help people I Want to Help People support child

উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *