Science Related Materials Distribution in the Science Club || ফেয়ার এর উদ্যোগে সাইন্স ক্লাবে বিজ্ঞান বিষয়ক উপকরণ হস্তান্তর

অদ্য ২১ জুলাই চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মিলপাড়া গার্লস হাই স্কুল এ বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে এ গঠিত যাথাক্রমে মারি ক্যুরি সাইন্স ক্লাব, জুপিটার সায়েন্স ক্লাব, মেন্ডেল সায়েন্স ক্লাব, জে জে থমসন সায়েন্স ক্লাব, এবং থিলেস সায়েন্স ক্লাব এর জন্য সংশ্লিস্ট স্কুলের প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক ও ক্লাব সদস্যদের নিকট বিজ্ঞান বিষয়ক বই, ম্যাগাজিন, নোটিস ও সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।Materials Distribution Science Club FAIR Donate Money Non profit raising money where to donate ways to donate how to raise money online

উপকরণ হস্তান্তর আয়োজিত অনুষ্ঠানে চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা নাসিরা নাসরিন বলেন, “ বই পড়ার গুরুত্ব অনেক । তোমরা যত বেশি বই পড়বে তত বেশি জ্ঞান লাভ করবে।’’ বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আরিফুর রহমান বলেন, “বই হচ্ছে বন্ধুর মত, জ্ঞান অর্জন এর পাশাপাশি অনেক বাস্তবমুখী সমস্যার সমাধানও তোমরা বই থেকে পেতে পারো।” দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সালাউদ্দিন খান, আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা উম্মে হাবীবা ও মিলপাড়া গার্লস হাই স্কুল প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল আলীম বক্তব্য প্রদান করেন ও স্বঃ স্বঃ স্কুলের ক্লাবের পক্ষ্যে উপকরণ গ্রহণ করেন। Materials Distribution Science Club FAIR Donate Money Non profit raising money where to donate ways to donate how to raise money
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে ফেয়ার এর পক্ষ থেকে পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা ও মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

গত ২০ জুলাই, ২০১৯ কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন এ বিজ্ঞান বিষয়ক বই, ম্যাগাজিন, নোটিস ও সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য যে, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভীতি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করছে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প। Materials Distribution Science Club FAIR Donate Money Non profit raising money where to donate ways to donate how to raise onlineএই প্রকল্পের মাধ্যমে ৩০ টি সাইন্স ক্লাব গঠন করা হয়েছে। স্কুল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ক্লাবের মাধ্যমে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *